কবির প্রতি নিবেদন কবিতা । kobir proti nibedan kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

কবির প্রতি নিবেদন কবিতা [ kobir proti nibedan kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর মানসী  কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ মানসী 

কবিতার নামঃ কবির প্রতি নিবেদন

কবির প্রতি নিবেদন কবিতা । kobir proti nibedan kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কবির প্রতি নিবেদন কবিতা । kobir proti nibedan kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হেথা কেন দাঁড়ায়েছ, কবি,

                যেন কাষ্ঠপুত্তলছবি?

    চারি দিকে লোকজন                 চলিতেছে সারাখন,

               আকাশে উঠিছে খর রবি।

               কোথা তব বিজন ভবন,

               কোথা তব মানসভুবন?

    তোমারে ঘেরিয়া ফেলি          কোথা সেই করে কেলি

               কল্পনা, মুক্ত পবন?

               নিখিলে আনন্দধাম

               কোথা সেই গভীর বিরাম?

    জগতের গীতধার                 কেমনে শুনিবে আর?

               শুনিতেছ আপনারি নাম।

               আকাশের পাখি তুমি ছিলে,

               ধরণীতে কেন ধরা দিলে?

    বলে সবে বাহা-বাহা,                  সকলে পড়ায় যাহা

               তুমি তাই পড়িতে শিখিলে!

               প্রভাতের আলোকের সনে

               অনাবৃত প্রভাতগগনে

    বহিয়া নূতন প্রাণ                  ঝরিয়া পড়ে না গান

               ঊর্ধ্বনয়ন এ ভুবনে।

               পথ হতে শত কলরবে

               “গাও গাও’ বলিতেছে সবে।

    ভাবিতে সময় নাই–              গান চাই, গান চাই,

              থামিতে চাহিছে প্রাণ যবে।

            থামিলে চলিয়া যাবে সবে,

            দেখিতে কেমনতর হবে!

উচ্চ আসনে লীন                      প্রাণহীন গানহীন

            পুতলির মতো বসে রবে।

            শ্রান্তি লুকাতে চাও ত্রাসে,

            কন্ঠ শুষ্ক হয়ে আসে।

শুনে যারা যায় চলে                 দু-চারিটা কথা ব’লে

            তারা কি তোমায় ভালোবাসে?

            কত মতো পরিয়া মুখোশ

            মাগিছ সবার পরিতোষ।

মিছে হাসি আনো দাঁতে,        মিছে জল আঁখিপাতে,

            তবু তারা ধরে কত দোষ।

            মন্দ কহিছে কেহ ব’সে,

            কেহ বা নিন্দা তব ঘোষে।

তাই নিয়ে অবিরত                তর্ক করিছ কত,

            জ্বলিয়া মরিছ মিছে রোষে।

            মূর্খ, দম্ভ-ভরা দেহ,

            তোমারে করিয়া যায় স্নেহ।

হাত বুলাইয়া পিঠে               কথা বলে মিঠে মিঠে,

            “শাবাশ’ “শাবাশ’ বলে কেহ।

            হায় কবি, এত দেশ ঘুরে

            আসিয়া পড়েছ কোন্‌ দূরে!

এ যে কোলাহলমরু–        নাই ছায়া, নাই তরু,

            যশের কিরণে মরো পুড়ে।

দেখো, হোথা নদী-পর্বত,

            অবারিত অসীমের পথ।

প্রকৃতি শান্ত মুখে                    ছুটায় গগনবুকে

            গ্রহতারাময় তার রথ।

            সবাই আপন কাজে ধায়,

            পাশে কেহ ফিরিয়া না চায়।

ফুটে চিররূপরাশি                  চিরমধুময় হাসি,

            আপনারে দেখিতে না পায়।

            হোথা দেখো একেলা আপনি

            আকাশের তারা গণি গণি

ঘোর নিশীথের মাঝে        কে জাগে আপন কাজে,

            সেথায় পশে না কলধ্বনি।

            দেখো হোথা নূতন জগৎ–

            ওই কারা আত্মহারাবৎ

যশ-অপযশ-বাণী              কোনো কিছু নাহি মানি

            রচিছে সুদূর ভবিষ্যৎ।

কবির প্রতি নিবেদন কবিতা । kobir proti nibedan kobita | মানসী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

            ওই দেখো না পুরিতে আশ

            মরণ করিল কারে গ্রাস।

নিশি না হইতে সারা             খসিয়া পড়িল তারা,

            রাখিয়া গেল না ইতিহাস।

            ওই কারা গিরির মতন

            আপনাতে আপনি বিজন–

হৃদয়ের স্রোত উঠি            গোপন আলয় টুটি

            দূর দূর করিছে মগন।

ওই কারা বসে আছে দূরে

            কল্পনা-উদয়াচল-পুরে–

অরুণপ্রকাশ-প্রায়               আকাশ ভরিয়া যায়

            প্রতিদিন নব নব সুরে।

            হোথা উঠে নবীন তপন,

            হোথা হতে বহিছে পবন।

হোথা চির ভালোবাসা–      নব গান, নব আশা–

            অসীম বিরামনিকেতন।

হোথা মানবের জয়                উঠিছে জগৎময়,

            ওইখানে মিলিয়াছে নরনারায়ণ।

            হেথা, কবি, তোমারে কি সাজে

            ধূলি আর কলরোল -মাঝে?

আরও দেখুনঃ

যোগাযোগ

ননীলাল বাবু যাবে লঙ্কা কবিতা | nanilal babu jabe lonka kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

স্ত্রীর বোন চায়ে তার কবিতা | strir bon chaye tar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ব্রিজটার প্ল্যান দিল কবিতা | bridge tar plan dilo kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

হাস্যদমনকারী গুরু কবিতা | hasyodomonkari guru kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

সর্দিকে সোজাসুজি কবিতা | sordike sojasuji kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন