কল্পনার সাথি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ কল্পনার সাথি
![কল্পনার সাথি kolponar sathi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 কল্পনার সাথি kolponar sathi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
Table of Contents
কল্পনার সাথি kolponar sathi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
যখন কুসুমবনে ফির একাকিনী,
ধরায় লুটায়ে পড়ে পূর্ণিমাযামিনী,
দক্ষিণবাতাসে আর তটিনীর গানে
শোন যবে আপনার প্রাণের কাহিনী–
যখন শিউলি ফুলে কোলখানি ভরি,
দুটি পা ছড়ায়ে দিয়ে আনত-বয়ানে
ফুলের মতন দুটি অঙ্গুলিতে ধরি
মালা গাঁথ ভোরবেলা গুন গুন তানে–
মধ্যাহ্নে একেলা যবে বাতয়নে বসে,
নয়নে মিলাতে চায় সুদূর আকাশ,
কখন আঁচলখানি পড়ে যায় খসে,
কখন হৃদয় হতে উঠে দীর্ঘশ্বাস,
কখন অশ্রুটি কাঁপে নয়নের পাতে–
তখন আমি কি সখী, থাকি তব সাথে॥
![কল্পনার সাথি kolponar sathi [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 কবি কাহিনী দ্বিতীয় স্বর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
আরও দেখুনঃ