কল্পনা-মধুপ
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ কল্পনা মধুপ
![কল্পনা-মধুপ kolpona madhup [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 কল্পনা-মধুপ kolpona madhup [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-34.jpeg)
Table of Contents
কল্পনা-মধুপ kolpona madhup [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
প্রতিদিন প্রাতে শুধু গুন গুন গান,
লালসে-অলস-পাখা অলির মতন।
বিকল হৃদয় লয়ে পাগল পরান
কোথায় করিতে যায় মধু অন্বেষণ।
বেলা বহে যায় চলে–শ্রান্ত দিনমান,
তরুতলে ক্লান্ত ছায়া করিছে শয়ন,
মুরছিয়া পড়িতেছে বাঁশরির তান,
সেঁউতি শিথিলবৃন্ত মুদিছে নয়ন।
কুসুমদলের বেড়া, তারি মাঝে ছায়া,
সেথা বসে করি আমি কল্পমধু পান;
বিজনে সৌরভময়ী মধুময়ী মায়া,
তাহারি কুহকে আমি করি আত্মদান;
রেণুমাখা পাখা লয়ে ঘরে ফিরে আসি
আপন সৌরভে থাকি আপনি উদাসী॥
![কল্পনা-মধুপ kolpona madhup [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 কবি কাহিনী তৃতীয় স্বর্গ kabi kahini titio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-40-3.jpg)
আরও দেখুনঃ
আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর