কী কথা বলি-ব বলে ki kotha bolibo bole [ কবি-তা ]
– রবী-ন্দ্রনাথ ঠাকুর
কাব্য-গ্রন্থ : উৎ-সর্গ [ ১৯১৪]
কবি-তার শিরোনামঃ কী কথা বলি-ব বলে
![কী কথা বলিব বলে ki kotha bolibo bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 কী কথা বলিব বলে ki kotha bolibo bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-7-300x185.jpg)
কী কথা বলিব বলে ki kotha bolibo bole [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
কী কথা বলিব বলে
বাহিরে এলেম চলে,
![কী কথা বলিব বলে ki kotha bolibo bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 কী কথা বলিব বলে ki kotha bolibo bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-11-300x169.jpg)
দাঁড়ালেম দুয়ারে তোমার–
ঊর্ধ্বমুখে উচ্চরবে
বলিতে গেলেম যবে
কথা নাহি আর।
যে কথা বলিতে চাহে প্রাণ
সে শুধু হইয়া উঠে গান।
নিজে না বুঝিতে পারি,
তোমারে বুঝাতে নারি,
চেয়ে থাকি উৎসুক-নয়ান।
![কী কথা বলিব বলে ki kotha bolibo bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 কী কথা বলিব বলে ki kotha bolibo bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-12.jpg)
তবে কিছু শুধায়ো না–
শুনে যাও আনমনা,
যাহা বোঝ, যাহা নাই বোঝ।
সন্ধ্যার আঁধার-পরে
মুখে আর কণ্ঠস্বরে
বাকিটুকু খোঁজো।
কথায় কিছু না যায় বলা,
গান সেও উন্মত্ত উতলা।
তুমি যদি মোর সুরে
নিজ কথা দাও পুরে
গীতি মোর হবে না বিফলা।
তুমি মোর জীবনের মাঝে tumi mor jiboner majhe [ কবি-তা ] – রবী-ন্দ্রনাথ ঠাকুর
আপনার মাঝে আমি করি অনুভব apnar majhe ami kori onubhob [ কবি-তা ] – রবী-ন্দ্রনাথ ঠাকুর
হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর je lokkhi tomar aji nai ontopur [ কবি-তা ] – রবী-ন্দ্রনাথ ঠাকুর