কী ভয় অভয়ধামে , পূজা ৪৮৪ | Ki voy ovoydhame

কী ভয় অভয়ধামে , পূজা ৪৮৪ | Ki voy ovoydhame  রবীন্দ্রনাথ নিজেও সুগায়ক ছিলেন। বিভিন্ন সভাসমিতিতে তিনি স্বরচিত গান পরিবেশন করতেন। কয়েকটি গান তিনি গ্রামোফোন ডিস্কেও প্রকাশ করেছিলেন। সঙ্গীত প্রসঙ্গে কয়েকটি প্রবন্ধও তিনি রচনা করেন। এছাড়া স্বরচিত নাটকেও তিনি নিজের গান ব্যবহার করতেন।

 

কী ভয় অভয়ধামে , পূজা ৪৮৪ | Ki voy ovoydhame
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কী ভয় অভয়ধামে , পূজা ৪৮৪ | Ki voy ovoydhame

রাগ: শঙ্করা

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১২৯৩

 

কী ভয় অভয়ধামে , পূজা ৪৮৪ | Ki voy ovoydhame

কী ভয় অভয়ধামে:

কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা– ভয় যায় তব নামে ॥

নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে,

গগনে গগনে সেই অভয়নাম গায় হে ॥

তব বলে কর বলী যারে, কৃপাময়,

লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার।

আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে ॥

 

 

কী ভয় অভয়ধামে , পূজা ৪৮৪ | Ki voy ovoydhame

 

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।

১৯০১ সালে তিনি পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেখানেই পাকাপাকিভাবে বসবাস শুরু করেন। ১৯০২ সালে তার পত্নীবিয়োগ হয়। ১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।

আরও দেখুন :

মন্তব্য করুন