কোকিল কবিতা [ Kokil Kobita ]
কাব্যগ্রন্থ : খেয়া [ ১৯০৬ ]
কবিতার শিরনামঃ কোকিল
![কোকিল কবিতা [ Kokil Kobita ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 কোকিল kokil [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11-1.jpg)
কোকিল কবিতা [ Kokil Kobita ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আজ বিকালে কো’কিল ডাকে,
শুনে মনে লাগে
বাংলাদেশে ছিলেম যেন
তিনশো বছর আগে।
সে দিনের সে স্নিগ্ধ গভীর
গ্রামপথের মায়া
আমার চোখে ফেলেছে আজ
অশ্রুজলের ছায়া।
পল্লীখানি প্রাণে ভরা
গোলায় ভরা ধান,
ঘাটে শুনি নারীর কণ্ঠে
হাসির কলতান।
সন্ধ্যাবেলায় ছাদের ‘পরে
দখিন-হাওয়া বহে,
তারার আলোয় কারা ব’সে
পুরাণ-কথা কহে।
ফুলবাগানের বেড়া হতে
হেনার গন্ধ ভাসে,
কদমশাখার আড়াল থেকে
চাঁদটি উঠে আসে।
বধূ তখন বিনিয়ে খোঁপা
চোখে কাজল আঁকে,
মাঝে মাঝে বকুলবনে
কো’কিল কোথা ডাকে।
![কোকিল কবিতা [ Kokil Kobita ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 প্রচ্ছন্ন prochchhonno [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
তিনশো বছর কোথায় গেল,
তবু বুঝি নাকো
আজো কেন ওরে কো’কিল
তেমনি সুরেই ডাকো।
ঘাটের সিঁড়ি ভেঙে গেছে,
ফেটেছে সেই ছাদ–
রূপকথা আজ কাহার মুখে
শুনবে সাঁঝের চাঁদ।
শহর থেকে ঘণ্টা বাজে,
সময় নাই রে হায়
ঘর্ঘরিয়া চলেছি আজ
কিসের ব্যর্থতায়।
আর কি বধূ, গাঁথ’ মালা–
চোখে কাজল আঁক’?
পুরানো সেই দিনের সুরে
কো’কিল কেন ডাক’।
আরও দেখুনঃ
- ননীলাল বাবু যাবে লঙ্কা nanilal babu jabe lonka [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- ভোলানাথ লিখেছিল bholanath likhechhilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- একটা খোঁড়া ঘোড়ার পরে ekta khora ghorar pore [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- স্ত্রীর বোন চায়ে তার strir bon chaye tar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- ভুত হয়ে দেখা দিল bhut hoye dekha dilo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর