কোথায় তুমি আমি , পূজা ৫১৪ | Kothay tumi ami

কোথায় তুমি আমি , পূজা ৫১৪ | Kothay tumi ami  রবীন্দ্রসংগীত’ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত এবং রবীন্দ্রনাথ বা তার নতুনদাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সুরারোপিত গানগুলিকেই বোঝায়।

 

কোথায় তুমি আমি , পূজা ৫১৪ | Kothay tumi ami

রাগ: কুকভ-বিলাবল

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩১৬

 

কোথায় তুমি আমি , পূজা ৫১৪ | Kothay tumi ami
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কোথায় তুমি আমি:

কোথায় তুমি, আমি কোথায়,

জীবন কোন্‌ পথে চলিছে নাহি জানি ॥

নিশিদিন হেনভাবে আর কতকাল যাবে–

দীননাথ, পদতলে লহো টানি ॥

 

কোথায় তুমি আমি , পূজা ৫১৪ | Kothay tumi ami
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার এক ধনাঢ্য ও সংস্কৃতিবান ব্রাহ্ম পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।বাল্যকালে প্রথাগত বিদ্যালয়-শিক্ষা তিনি গ্রহণ করেননি; গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল।আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন।১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকা-এ তার “অভিলাষ” কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা। ১৮৭৮ সালে মাত্র সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ প্রথমবার ইংল্যান্ডে যান।১৮৮৩ সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়। ১৮৯০ সাল থেকে রবীন্দ্রনাথ পূর্ববঙ্গের শিলাইদহের জমিদারি এস্টেটে বসবাস শুরু করেন।

 

কোথায় তুমি আমি , পূজা ৫১৪ | Kothay tumi ami
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

১৯০৫ সালে তিনি বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করেন।কিন্তু ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন।১৯২১ সালে গ্রামোন্নয়নের জন্য তিনি শ্রীনিকেতন নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন।১৯২৩ সালে আনুষ্ঠানিকভাবে বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।

আরও দেখুন :

মন্তব্য করুন