কো তুঁহু
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ কো তুঁহু
![কো তুঁহু ko tuhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 কো তুঁহু ko tuhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-2.jpg)
Table of Contents
কো তুঁহু ko tuhu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
কো-তুঁহু বােলবি মােয়!
হৃদয় মাহ মঝু জাগসি অনুখন,
আঁখ উপর তুঁহু রচলহি আসন,
অরুণ-নয়ন তব মরম সঙে মম
নিমিখ ন অন্তর হােয়।
কো-তুঁহু বােলবি মােয়!
হৃদয়-কমল, তব চরণে টলমল,
নয়ন যুগল মম উছলে ছলছল,
প্রেমপূর্ণ তনু পুলকে ঢলটল
চাহে মিলাইতে ভােয়।
কো-তুঁহু বােলবি মােয়!
বাঁশরি-ধ্বনি তুহ অমিয়-গরলরে,
হৃদয় বিদারয়ি হৃদয় হরলরে,
আকুল-কাকলি ভুবন ভরলরে,
উতুল প্রাণ উতরােয়।
কে তুঁই বােলবি মােয়!
হেরি হাসি তৰ মধুঋতু ধাওল,
শুনয়ি বাঁশি তব পিককুল গাওল,
বিকল ভ্রমর সম ত্রিভুবন আওল,
চরণ-কমল যুগ ছোঁয়।
কো-তুঁহু বােলবি মােয়!
পুলকিত যমুনা, মুকুলিত উপবন,
নীল নীর পর ধীর সমীরণ,
পলকে প্রাণমন খােয়।
কো তুই ফেলবি মােয়!
তৃষিত আঁখি, তব মুখপর বিহরই,
মধুর পরশ তব, রাধা শিহরই,
প্রেম-রতন ভরি হৃদয় প্রাণ লই
পদতলে অপনা থােয়।
কো-তুঁহু বােলবি.মােয়!
কো-তুঁহু কোঁ-তুঁহু সব জন পুছয়ি,
অনুদিন সঘন নয়ন জল মুছয়ি,
যাচে ভানু, সব সংশয় ঘুচয়ি
জনম চরণপর গোয়।
কে তুঁহু বোলবি মোয়!
আরও দেখুনঃ