ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]
কবিতার শিরোনামঃ ক্ষণেক দেখা
![ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-38.jpg)
ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
চলেছিলে পাড়ার পথে
কলস লয়ে কাঁখে,
একটুখানি ফিরে কেন
দেখলে ঘোমটা-ফাঁকে?
ওইটুকু যে চাওয়া
দিল একটু হাওয়া
কোথা তোমার ও পার থেকে
আমার এ পার-‘পরে।
অতি দূরের দেখাদেখি
অতি ক্ষণেক-তরে।
![ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-40-218x300.jpg)
আমি শুধু দেখেছিলেম
তোমার দুটি আঁখি–
ঘোমটা-ফাঁদা আঁধার-মাঝে
ত্রস্ত দুটি পাখি।
তুমি এক নিমিখে
চেয়ে আমার দিকে
পথের একটি পথিকেরে
দেখলে কতখানি
একটুমাত্র কৌতূহলে
একটি দৃষ্টি হানি?
![ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-37-300x246.jpg)
যেমন ঢাকা ছিলে তুমি
তেমনি রইলে ঢাকা,
তোমার কাছে যেমন ছিনু
তেমনি রইনু ফাঁকা!
তবে কিসের তরে
থামলে লীলাভরে
যেতে যেতে পাড়ার পথে
কলস লয়ে কাঁখে?
একটুখানি ফিরে কেন
দেখলে ঘোমটা-ফাঁকে?
![ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 ক্ষণেক দেখা khonek dekha [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-28-215x300.jpg)
আরও পড়ুনঃ
বলের অপেক্ষা বলী boler apekkha bali [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ধ্রুবাণি তস্য নশ্যন্তি dhrubani tosyo noshyonti [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
অস্ফুট ও পরিস্ফুট osfuto o porisfuto [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর