ক্ষুদ্র অনন্ত
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল
কবিতার শিরনামঃ ক্ষুদ্র অনন্ত
![ক্ষুদ্র অনন্ত khudro ononto [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 ক্ষুদ্র অনন্ত khudro ononto [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-14-1.jpg)
Table of Contents
ক্ষুদ্র অনন্ত khudro ononto [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
অনন্ত দিবসরাত্রি কালের উচ্ছ্বাস
তারি মাঝখানে শুধু একটি নিমেষ
একটি মধুর সন্ধ্যা, একটু বাতাস,
মৃদু আলো-আঁধারের মিলন-আবেশ–
তারি মাঝখানে শুধু একটুকু জুঁই।
একটুকু হাসিমাখা সৌরভের লেশ,
একটু অধর তার ছুঁই কি না ছুঁই,
আপন আনন্দ লয়ে উঠিতেছে ফুটে
আপন আনন্দ লয়ে পড়িতেছে টুটে।
সমগ্র অনন্ত ওই নিমেষের মাঝে
একটি বনের প্রান্তে জুঁই হয়ে উঠে।
পলকের মাঝখানে অনন্ত বিরাজে।
যেমনি পলক টুটে ফুল ঝরে যায়,
অনন্ত আপনা-মাঝে আপনি মিলায়॥
![ক্ষুদ্র অনন্ত khudro ononto [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বনফুল banaphul : সপ্তম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16-1.jpg)
আরও দেখুনঃ
আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
বাসনার ফাঁদ basnar phad [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
প্রার্থনা prarthana [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর