খুদিরাম কসে টান কবিতা | khudiram kose tan kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

খুদিরাম কসে টান কবিতাটি [ khudiram-kose tan kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।

খুদিরাম কসে টান

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ খুদিরাম-কসে টান

 

খুদিরাম কসে টান কবিতা | khudiram kose tan kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

খুদিরাম কসে টান কবিতা | khudiram kose tan kobita | খাপছাড়া-কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

    খুদিরাম-ক’সে টান

       দিল থেলো হুঁকোতে–

    গেল সারবান কিছু

       অন্তরে ঢুকোতে।

অবশেষে হাঁড়ি শেষ করি রসগোল্লার

রোদে বসে খুদুবাবু গান ধরে মোল্লার;

    বলে, “এতখানি রস

       দেহ থেকে চুকোতে

    হবে তাকে ধোঁয়া দিয়ে

       সাত দিন শুকোতে।’

খুদিরাম কসে টান khudiram kose tan [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন