গণিতে-রেলেটিভিটি প্রমাণের ভাবনায়
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ গণিতে-রেলেটিভিটি প্রমাণের ভাবনায়
![গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় gonite relativity promaner bhabnay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় gonite relativity promaner bhabnay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
Table of Contents
গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় gonite relativity promaner bhabnay [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
গণিতে-রেলেটিভিটি প্রমাণের ভাবনায়
দিনরাত একা ব’সে কাটালো সে পাবনায়–
নাম তার চুনিলাল, ডাক নাম ঝোড়্কে।
১ গুলো সবই ১ সাদা আর কালো কি,
গণিতের গণনায় এ মতটা ভালো কি।
অবশেষে সাম্যের সামলাবে তোড় কে।
একের বহর কভু বেশি কভু কম হবে,
এক রীতি হিসাবের তবুও কি সম্ভবে।
৭ যদি বাঁশ হয়, ৩ হয় খড়কে,
তবু শুধু ১০ দিয়ে জুড়বে সে জোড় কে।
যোগ যদি করা যায় হিড়িম্বা কুন্তীতে,
সে কি ২ হতে পারে গণিতের গুন্তিতে।
যতই না কষে নাও মোচা আর থোড়কে
তার গুণফল নিয়ে আঁক যাবে ভড়কে।
![গণিতে রেলেটিভিটি প্রমাণের ভাবনায় gonite relativity promaner bhabnay [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আবার শ্রাবণ হয়ে এলে ফিরে abar shraban haye ele phire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
আরও দেখুনঃ