গান গাওয়ালে আমায় তুমি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ গান গাওয়ালে-আমায় তুমি
![গান গাওয়ালে আমায় তুমি gan gaoyale amay tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 গান গাওয়ালে আমায় তুমি gan gaoyale amay tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
Table of Contents
গান গাওয়ালে আমায় তুমি gan gaoyale amay tumi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
গান গাওয়ালে-আমায় তুমি
কতই ছলে যে,
কত সুখের খেলায়, কত
নয়নজলে হে।
ধরা দিয়ে দাও না ধরা,
এস কাছে, পালাও ত্বরা,
পরান কর ব্যথায় ভরা
পলে পলে হে।
গান গাওয়ালে এমনি করে
কতই ছলে যে।
কত তীব্র তারে, তোমার
বীণা সাজাও যে,
শত ছিদ্র করে জীবন
বাঁশি বাজাও হে।
তব সুরের লীলাতে মোর
জনম যদি হয়েছে ভোর,
চুপ করিয়ে রাখো এবার
চরণতলে হে,
গান গাওয়ালে চিরজীবন
কতই ছলে যে।
![গান গাওয়ালে আমায় তুমি gan gaoyale amay tumi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আজি প্রভাতেও শ্রান্ত নয়নে aji probhateo shanto noyone [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
আরও দেখুনঃ