গান দিয়ে যে তোমায় খুঁজি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতাঞ্জলি [ ১৯১০ ]
কবিতার শিরনামঃ গান দিয়ে যে-তোমায় খুঁজি
![গান দিয়ে যে তোমায় খুঁজি gandiye je tomay khuji [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 গান দিয়ে যে তোমায় খুঁজি gandiye je tomay khuji [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18-2.jpg)
Table of Contents
গান দিয়ে যে তোমায় খুঁজি gandiye je tomay khuji [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
গান দিয়ে যে-তোমায় খুঁজি
বাহির মনে
চিরদিবস মোর জীবনে।
নিয়ে গেছে গান আমারে
ঘরে ঘরে দ্বারে দ্বারে,
গান দিয়ে হাত বুলিয়ে বেড়াই
এই ভুবনে।
কত শেখা সেই শেখালো,
কত গোপন পথ দেখালো,
চিনিয়ে দিল কত তারা
হৃদ্গগনে।
বিচিত্র সুখদুখের দেশে
রহস্যলোক ঘুরিয়ে শেষে
সন্ধ্যাবেলায় নিয়ে এল
কোন্ ভবনে।
![গান দিয়ে যে তোমায় খুঁজি gandiye je tomay khuji [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 তব জন্মদিবসের দানেরউৎসবে tobo jonmodiboser daner [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-11-1.jpg)
আরও দেখুনঃ