গাড়িতে মদের পিপে কবিতাটি [ garite moder-pipe kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া -কাব্যগ্রন্থের অংশ।
গাড়িতে মদের পিপে
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ গাড়িতে-মদের পিপে
গাড়িতে মদের পিপে কবিতা | garite moder pipe kobita | খাপছাড়া -কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
গাড়িতে-মদের পিপে ছিল তেরো-চোদ্দো,
এঞ্জিনে জল দিতে দিল ভুলে মদ্য।
চাকাগুলো ধেয়ে করে ধানখেত-ধ্বংসন,
বাঁশি ডাকে কেঁদে কেঁদে “কোথা কানু জংশন’–
ট্রেন করে মাতলামি নেহাত অবোধ্য,
সাবধান করে দিতে কবি লেখে পদ্য।

আরও দেখুনঃ
- পাবনায় বাড়ি হবে pabnay bari hobe [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- স্বপ্ন হঠাৎ উঠল রাতে swopno hothat uthlo rate [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- হাজারিবাগের ঝোপে হাজারটা হাই hajaribager hate hajarta hai [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- নাম তার চিনুলাল nam tar chinulal [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- বশীরহাটেতে বাড়ি boshirhatete bari [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর