গুপ্তিপাড়ায় জন্ম তাহার কবিতাটি [ guptiparay jonmo-tahar kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
গুপ্তিপাড়ায়-জন্ম তাহার
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ গুপ্তিপাড়ায়-জন্ম তাহার

গুপ্তিপাড়ায় জন্ম তাহার কবিতা | guptiparay jonmo-tahar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
গুপ্তিপাড়ায়-জন্ম তাহার;
নিন্দাবাদের দংশনে
অভিমানে মরতে গেল
মোগলসরাই জংসনে।
কাছা কোঁচা ঘুচিয়ে গুপি
ধরল ইজের, পরল টুপি,
দু হাত দিয়ে লেগে গেল
কোফ্তা-কাবাব-ধ্বংসনে।
গুরুপুত্র সঙ্গে ছিল–
বললে তারে, “অংশ নে।’

আরও দেখুনঃ
- রাজা বসেছেন ধ্যানে raja bosechhen dhyane [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- কালুর খাবার শখ kalur khabar shokh [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- মন উড়ুউড়ু চোখ ঢুলুঢুলু mon uduudu chokh dhuludhulu [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ভয় নেই আমি আজ bhoy nei ami aj [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘাসে আছে ভিটামিন ghase achhe vitamin [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর