ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ ঘরের থেকে এনেছিলেম
![ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-8.jpeg)
ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ঘরে-র থেকে এনেছিলেম
প্রদীপ জ্বেলে–
ডেকেছিলেম, “আয় রে তোরা
পথের ছেলে।’
![ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-9-e1651994507328.jpeg)
বলেছিলেম, “সন্ধ্যা হল,
তোমরা পূজার কুসুম তোলো,
আমার প্রদীপ দেবে পথে
কিরণ মেলে।’
পথের আঁধার পথে রেখে
এলেম ফিরে,
প্রদীপ হাতে পথ দেখানো
ছেড়েছি রে।
![ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 ঘরের থেকে এনেছিলেম ghorer theke enechhilem [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-10.jpeg)
এবার বলি, “ওগো আলো,
আমায় তুমি আপনি জ্বালো,
ভাঙা প্রদীপ পথের ধুলায়
দিলেম ফেলে।’
আরও পড়ুনঃ
দুঃখ এ নয়, সুখ নহে গো dukkho e noy sukh nohe go [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ওই-যে সন্ধ্যা খুলিয়া ফেলিল তার oi je sondhya khuliya phelilo tar [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
আমার আর হবে না দেরি amar ar hobe na deri [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর