চিন্তাহরণ-দালালের বাড়ি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ চিন্তাহরণ-দালালের বাড়ি
![চিন্তাহরণ দালালের বাড়ি chintahoron dalaler bari [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 চিন্তাহরণ দালালের বাড়ি chintahoron dalaler bari [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-12-1-300x158.jpg)
Table of Contents
চিন্তাহরণ দালালের বাড়ি chintahoron dalaler bari [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
চিন্তাহরণ-দালালের বাড়ি
গিয়ে
একশো টাকার একখানি নোট
দিয়ে
তিনখানা নোট আনে সে
দশ টাকার।
কাগজ্-গন্তি মুনফা যতই
বাড়ে
টাকার গন্তি লক্ষ্মী ততই
ছাড়ে,
কিছুতে বুঝিতে পারে না
দোষটা কার।
![চিন্তাহরণ দালালের বাড়ি chintahoron dalaler bari [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আজি নির্ভয়নিদ্রিত ভুবনে aji nirbhoy nidrito bhubone [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
আরও দেখুনঃ