ছুটি কবিতাটি [ chhuti-kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সেঁজুতি কাব্যগ্রন্থের অংশ।
ছুটি
কাব্যগ্রন্থের নামঃ সেঁজুতি
কবিতার নামঃ ছু’টি

ছুটি কবিতা | chhuti-kobita | সেঁজুতি কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
আমার ছু’টি আসছে কাছে সকল ছু’টির শেষ,
ছবি একটি জাগছে মনে– ছু’টির মহাদেশ।
আকাশ আছে স্তব্ধ সেথায়, একটি সুরের ধারা
অসীম নীরবতার কানে বাজাচ্ছে একতারা।

আরও দেখুনঃ