জর্মন-প্রোফেসার
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ জর্মন-প্রোফেসার
![জর্মন প্রোফেসার german professor [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 জর্মন প্রোফেসার german professor [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
Table of Contents
জর্মন প্রোফেসার german professor [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
জর্মন-প্রোফেসার দিয়েছেন গোঁফে সার কত যে!
উঠেছে ঝাঁকড়া হয়ে খোঁচা-খোঁচা ছাঁটা ছাঁটা–
দেখে তাঁর ছাত্রের ভয়ে গায়ে দেয় কাঁটা,
মাটির পানেতে চোখ নত যে।
বৈদিক ব্যাখ্যায় বাণী তাঁর মুখে এসে
যে নিমেষে পা বাড়ান ওষ্ঠের দ্বারদেশে
চরণকমল হয় ক্ষত যে।
![জর্মন প্রোফেসার german professor [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আপন হতে বাহির হয়ে apon hote bahir hoye baire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
আরও দেখুনঃ