জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ জাগো নির্মল নেত্রে
![জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-3.jpeg)
জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
জাগো নি-র্মল নেত্রে
রাত্রির পরপারে,
জাগো অন্তরক্ষেত্রে
মুক্তির অধিকারে।
জাগো ভক্তির তীর্থে
পূজাপুষ্পের ঘ্রাণে,
জাগো উন্মুখ চিত্তে,
জাগো অম্লান প্রাণে।
![জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-4.jpeg)
জাগো নন্দননৃত্যে
সুধাসিন্ধুর ধারে,
জাগো স্বার্থের প্রান্তে
প্রেমমন্দিরদ্বারে।
জাগো উজ্জ্বল পুণ্যে,
জাগো নিশ্চল আশে,
জাগো নিঃসীম শূন্যে
পূর্ণের বাহুপাশে।
জাগো নির্ভয়ধামে,
জাগো সংগ্রামসাজে,
জাগো ব্রহ্মের নামে,
জাগো কল্যাণকাজে।
জাগো দুর্গমযাত্রী,
দুঃখের অভিসারে,
জাগো স্বার্থের প্রান্তে
প্রেমমন্দিরদ্বারে।
![জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 জাগো নির্মল নেত্রে jago nirmolo netre [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-5.jpeg)
আরও পড়ুনঃ
-
হাজারিবাগের ঝোপে হাজারটা হাই hajaribager jhope hajarta hai [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
-
প্রাইমারি ইস্কুলে primary iskule [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- টাকা সিকি আধুলিতে taka siki adhulite [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর