জিরাফের-বাবা বলে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ জিরাফের-বাবা বলে
![জিরাফের বাবা বলে giraffer baba bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 জিরাফের বাবা বলে giraffer baba bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
Table of Contents
জিরাফের বাবা বলে giraffer baba bole [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
জিরাফের-বাবা বলে,–
“খোকা তোর দেহ
দেখে দেখে মনে মোর
ক’মে যায় স্নেহ।
সামনে বিষম উঁচু,
পিছনেতে খাটো,
এমন দেহটা নিয়ে
কী করে যে হাঁটো।’
খোকা বলে, “আপনার
পানে তুমি চেহো,
মা যে কেন ভালোবাসে
বোঝে না তা কেহ।’
![জিরাফের বাবা বলে giraffer baba bole [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 জন্মদিন jonmodin [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-19-1.jpg)
আরও দেখুনঃ