ঝিনেদার জ্ঞাদনার কবিতাটি [ jhinedar-gyadnar kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
ঝিনেদার জ্ঞাদনার
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ ঝিনেদার-জ্ঞাদনার

ঝিনেদার জ্ঞাদনার কবিতা | jhinedar gyadnar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ঝিনেদার-জ্ঞাদনার
ছেলেটার জন্যে
ত্রিচিনাপল্লী গিয়ে
খুঁজে পেল কন্যে।
শহরেতে সব-সেরা
ছিল যেই বিবেচক
দেখে দেখে বললে সে,–
“কিবে নাক, কিবে চোখ;
চুলের ডগার খুঁত
বুঝবে না অন্যে।’
কন্যেকর্তা শুনে
ঘটকের কানে কয়,–
“ওটুকু ত্রুটির তরে
করিস্নে কোনো ভয়;
ক’খানা মেয়েকে বেছে
আরো তিনজন নে,
তাতেও না ভরে যদি
ভরি কয় পণ নে।’
![ঝিনেদার জ্ঞাদনার কবিতা | jhinedar gyadnar kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর 3 ঝিনেদার জ্ঞাদনার jhinedar gyadnar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-10.jpg)
আরও দেখুনঃ
- স্ত্রীর বোন চায়ে তার strir bon chaye tar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ব্রিজটার প্ল্যান দিল bridge tar plan dilo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- হাস্যদমনকারী গুরু hasyodomonkari guru [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- সর্দিকে সোজাসুজি sordike sojasuji [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- রান্নার সব ঠিক rannar sob thik [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- বহু কোটি যুগ পরে bohu koti juger pore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর