টাকা সিকি আধুলিতে কবিতাটি [ taka siki-adhulite kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
টাকা সিকি আধুলিতে
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ টাকা-সিকি আধুলিতে

টাকা সিকি আধুলিতে কবিতা | taka siki-adhulite kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
টাকা-সিকি আধুলিতে
ছিল তার হাত জোড়া;
যে-সাহসে কিনেছিল
পান্তোয়া সাত ঝোড়া।
ফুঁকে দিয়ে কড়াকড়ি
শেষে হেসে গড়াগড়ি;
ফেলে দিতে হল সব–
আলুভাতে পাত-জোড়া।

আরও দেখুনঃ
- স্ত্রীর বোন চায়ে তার strir bon chaye tar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ব্রিজটার প্ল্যান দিল bridge tar plan dilo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- হাস্যদমনকারী গুরু hasyodomonkari guru [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- সর্দিকে সোজাসুজি sordike sojasuji [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- রান্নার সব ঠিক rannar sob thik [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- বহু কোটি যুগ পরে bohu koti juger pore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর