ট্রাম্ক-ন্ডাক্টার
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ ট্রাম্ক-ন্ডাক্টার
![ট্রাম্ কন্ডাক্টার tram conductor [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ট্রাম্ কন্ডাক্টার tram conductor [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
Table of Contents
ট্রাম্ কন্ডাক্টার tram conductor [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ট্রাম্-কন্ডাক্টার,
হুইসেলে ফুঁক দিয়ে শহরের বুক দিয়ে
বারো-আনা বাকি তার মাথাটার তেলো যে,
চিরুনির চালাচালি শেষ হয়ে এল যে।
বিধাতার নিজ হাতে ঝাঁট-দেওয়া ফাঁকটার
কিছু চুল দুপাশেতে ফুটপাত আছে পেতে,
মাঝে বড়ো রাস্তাটা বুক জুড়ে টাকটার।
![ট্রাম্ কন্ডাক্টার tram conductor [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 এই আবরণ ক্ষয় হবে গো ei aboron khoy hobe go [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-2-1.jpg)
আরও দেখুনঃ