তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

তনু

-রবীন্দ্রনাথ ঠাকুর

কাব্যগ্রন্থ : কড়ি ও কোমল

কবিতার শিরনামঃ ত’নু

তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তনু tonu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

ওই ত’নুখানি তব আমি ভালোবাসি।

এ প্রাণ তোমার দেহে হয়েছে উদাসী

শিশিরেতে টলমল ঢলঢল ফুল

টুটে পড়ে থরে থরে যৌবন বিকাশি।

চারি দিকে গুঞ্জরিছে জগৎ আকুল

সারা নিশি সারা দিন ভ্রমর পিপাসী।

ভালোবেসে বায়ু এসে দুলাইছে দুল,

মুখে পড়ে মোহভরে পূর্ণিমার হাসি।

পূর্ণ দেহখানি হতে উঠিছে সুবাস।

মরি মরি কোথা সেই নিভৃত নিলয়,

কোমল শয়নে যেথা ফেলিছে নিশ্বাস

ত’নু-ঢাকা মধুমাখা বিজন হৃদয়।

ওই দেহখানি বুকে তুলে নেব, বালা,

পঞ্চদশ বসন্তের একগাছি মালা॥

কবি কাহিনী তৃতীয় স্বর্গ kabi kahini titio sorgo[ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

যোগাযোগ

আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

আহ্বান গীত ahobban geet [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

বঙ্গবাসীর প্রতি bangabasir prati [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন