তবু
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : মানসী
কবিতার শিরনামঃ ত’বু
![তবু tabu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 তবু tabu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
তবু tabu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ত’বু মনে রেখো, যদি দূরে যাই চলি,
সেই পুরাতন প্রেম যদি এক কালে
হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি–
ঢাকা পড়ে নব নব জীবনের জালে।
ত’বু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,
নূতন এ প্রেম যদি হয় পুরাতন,
দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি–
![তবু tabu [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বনফুল banaphul : দ্বিতীয় স্বর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-2.jpg)
পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন।
ত’বু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে
উদাস বিষাদভরে কাটে সন্ধ্যাবেলা,
অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,
অথবা বসন্ত-রাতে থেমে যায় খেলা।
ত’বু মনে রেখো, যদি মনে প’ড়ে আর
আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার।
আরও দেখুনঃ
আশিস-গ্রহণ ashish grohon [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর