তম্বুরা-কাঁধে নিয়ে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ তম্বুরা-কাঁধে নিয়ে
![তম্বুরা কাঁধে নিয়ে tombura kadhe niye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 তম্বুরা কাঁধে নিয়ে tombura kadhe niye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
Table of Contents
তম্বুরা কাঁধে নিয়ে tombura kadhe niye [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তম্বুরা-কাঁধে নিয়ে
শর্মা বাণেশ্বর
ভেবেছিল, তীর্থেই
যাবে সে থানেশ্বর।
হঠাৎ খেয়াল চাপে গাইয়ের কাজ নিতে–
বরাবর গেল চলে একদম গাজনিতে,
পাঠানের ভাব দেখে
ভাঙিল গানের স্বর।
![তম্বুরা কাঁধে নিয়ে tombura kadhe niye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আবার শ্রাবণ হয়ে এলে ফিরে abar shraban haye ele phire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-15.jpg)
আরও দেখুনঃ