তৃণ কবিতা । trino kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

তৃণ কবিতা [ trino kobita ] টি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী-কাব্যগ্রন্থের অংশ।এটি আশ্বিন, ১৩০৩ (১৮৯৬ খ্রীস্টাব্দ) বঙ্গাব্দে প্রকাশিত হয়। এতে সর্বমোট ৭৮টি কবিতা রয়েছে। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার “চিত্রা-চৈতালি পর্ব”-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ তৃণ

তৃণ কবিতা । trino kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তৃণ কবিতা । trino kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর

হে বন্ধু, প্রসন্ন হও, দূর করো ক্রোধ।

তোমাদের সাথে মোর বৃথা এ বিরোধ।

আমি চলিবারে চাই যেই পথ বাহি

সেথা কারো তরে কিছু স্থানাভাব নাহি।

সপ্তলোক সেই পথে চলে পাশে পাশে

তবু তার অন্ত নাই মহান আকাশে।

তোমার ঐশ্বর্যরাশি গৃহভিত্তিমাঝে

ব্রহ্মান্ডেরে তুচ্ছ করি দীপ্তগর্বে সাজে।

তৃণ কবিতা । trino kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

তারে সেই বিশ্বপথে করিলে বাহির

মুহূর্তে সে হবে ক্ষুদ্র ম্লান নতশির–

সেথা তার চেয়ে শ্রেষ্ঠ নব তৃ-ণদল

বরষার বৃষ্টিধারে সরস শ্যামল।

সেথা তার চেয়ে শ্রেষ্ঠ, ওগো অভিমান,

এ আমার আজিকার অতি ক্ষুদ্র গান।

তৃণ কবিতা । trino kobita । চৈতালী কাব্যগ্রন্থ । রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ

মন্তব্য করুন