তোমা-রে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবি-তা ]
– রবী-ন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : উৎ=সর্গ [ ১৯১৪]
কবি-তার শিরোনামঃ তোমা-রে পাছে সহজে বুঝি
![তোমারে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 তোমারে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-1.jpg)
তোমারে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তোমা-রে পাছে সহজে বুঝি
তাই কি এত লীলার ছল,
বাহিরে যবে হাসির ছটা
ভিতরে থাকে আঁখির জল।
বুঝি গো আমি বুঝি গো তব
ছলনা,
যে কথা তুমি বলিতে চাও
সে কথা তুমি বল না।
![তোমারে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 তোমারে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-6-1.jpg)
তোমারে পাছে সহজে ধরি
কিছুরই তব কিনারা নাই–
দশের দলে টানি গো পাছে
বিরূপ তুমি, বিমুখ তাই।
বুঝি গো আমি বুঝি গো তব
ছলনা,
যে পথে তুমি চলিতে চাও
সে পথে তুমি চল না।
![তোমারে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 তোমারে পাছে সহজে বুঝি tomaare paachhe sahaje bujhi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-19.jpg)
সবার চেয়ে অধিক চাহ
তাই কি তুমি ফিরিয়া যাও–
হেলার ভরে খেলার মতো
ভিক্ষাঝুলি ভাসায়ে দাও।
বুঝেছি আমি বুঝেছি তব
ছলনা,
সবার যাহে তৃপ্তি হল
তোমার তাহে হল না।
ওই মহামানব আসে oi mohamanob ase [ কবি-তা ] – রবী-ন্দ্রনাথ ঠাকুর
সাত ভাই চম্পা sat bhai chompa [ কবি-তা ] – রবী-ন্দ্রনাথ ঠাকুর
আরো একবার যদি পারি aro ekbar jodi pari [ কবি-তা ] – রবী-ন্দ্রনাথ ঠাকুর