তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরনামঃ তোমার কাছে চাই নে আমি
![তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-59-225x300.jpg)
তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তো-মার কাছে চাই নে আমি
অবসর।
![তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-60-e1649065111196.jpg)
আমি গান শোনাব গানের পর।
বাইরে হোথায় দ্বারের কাছে
কাজের লোকে দাঁড়িয়ে আছে,
আশা ছেড়ে যাক-না ফিরে
আপন ঘর।
আমি গান শোনাব গানের পর।
![তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 তোমার কাছে চাই নে আমি tomar kachhe chaine ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-54-207x300.jpg)
জানি না এর কোন্টা ভালো কোন্টা নয়।
জানি না কে কোন্টা রাখে কোন্টা লয়।
চলবে হৃদয় তোমার পানে
শুধু আপন চলার গানে,
ঝরার সুখে ঝরবে সুরের
এ নির্ঝর।
আমি গান শোনাব গানের পর।
মাঝে মাঝে বিধাতার ঘটে majhe majhe bidhatar ghote [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
পেন্সিল টেনেছিনু হপ্তায় সাতদিন pensil tenechhinu hoptay satdin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
বলিয়াছিনু মামারে boliyachhinu mamare [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর