তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবি-তা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ তোমার মো-হন রূপে
![তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-65-227x300.jpg)
তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার মো-হন রূপে
কে রয় ভুলে?
![তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-64-217x300.jpg)
জানি না কি মরণ নাচে
নাচে গো ওই চরণ-মূলে?
শরৎ-আলোর আঁচল টুটে
কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলোচুলে।
মোহন রূপে কে রয় ভুলে?
কাঁপন ধরে বাতাসেতে,
![তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 তোমার মোহন রূপে tomar mohan rupe [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-63-e1649065044384.jpg)
পাকা ধানের তরাস লাগে
শিউরে ওঠে ভরা খেতে।
জানি গো আজ হাহারবে
তোমার পূজা সারা হবে
নিখিল-অশ্রুসাগর-কূলে।
মোহন রূপে কে রয় ভুলে?
প্রথম চুম্বন prothom chumbon [ কবি-তা ] রবীন্দ্রনাথ ঠাকুর