তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবিতার শিরোনামঃ তোমায় সৃষ্টি করব আমি
![তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-39-1.jpeg)
তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
তো-মায় সৃষ্টি করব আমি
এই ছিল মোর পণ।
![তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-14.jpg)
তারি আয়োজন।
তাই সাজালেম আমার ধুলো,
আমার ক্ষুধাতৃষ্ণাগুলো,
আমার যত রঙিন আবেশ,
আমার দুঃস্বপন।
“তুমি আমায় সৃষ্টি করো’
আজ তোমারে ডাকি–
![তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 তোমায় সৃষ্টি করব আমি tomar srishti korbo ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-13.jpg)
“ভাঙো আমার আপন মনের
মায়া-ছায়ার ফাঁকি।
তোমার সত্য, তোমার শান্তি,
তোমার শুভ্র অরূপ কান্তি,
তোমার শক্তি, তোমার বহ্নি
ভরুক এ জীবন।’
আলো যে আজ গান করে মোর alo je aj gan kore mor [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
সহজ হবি সহজ হবি sohoj hobi sohoj hobi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
খুশি হ তুই আপন মনে khushi ho tui apon mone [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর