থাকে সে কাহালগাঁয় কবিতা | thake se kahakgaye kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

থাকে সে কাহালগাঁয় কবিতাটি [ thake se-kahakgaye kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।

থাকে সে কাহালগাঁয়

রবীন্দ্রনাথ ঠাকুর 

কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া

কবিতার নামঃ থাকে-সে কাহালগাঁয়

 

থাকে সে কাহালগাঁয় কবিতা | thake se kahakgaye kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
Rabindranath Tagore

 

থাকে সে কাহালগাঁয় কবিতা | thake se-kahakgaye kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

থাকে সে-কাহালগাঁয়;

     কলুটোলা আফিসে

রোজ আসে দশটায়

     এক্কায় চাপি সে।

  ঠিক যেই মোড়ে এসে

  লাগাম গিয়েছে ফেঁসে,

দেরি হয়ে গেল ব’লে

     ভয়ে মরে কাঁপি সে–

ঘোড়াটার লেজ ধ’রে

     করে দাপাদাপি সে।

থাকে সে কাহালগাঁয় কবিতা | thake se kahakgaye kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

আরও দেখুনঃ 

Amar Rabindranath Logo

মন্তব্য করুন