থাকে-সে কাহালগাঁয়
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ থাকে-সে কাহালগাঁয়
![থাকে সে কাহালগাঁয় thake se kahakgaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 থাকে সে কাহালগাঁয় thake se kahakgaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
Table of Contents
থাকে সে কাহালগাঁয় thake se kahakgaye [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
থাকে-সে কাহালগাঁয়
কলুটোলা আফিসে
রোজ আসে দশটায়
এক্কায় চাপি সে।
ঠিক যেই মোড়ে এসে
লাগাম গিয়েছে ফেঁসে,
দেরি হয়ে গেল ব’লে
ভয়ে মরে কাঁপি সে–
ঘোড়াটার লেজ ধ’রে
করে দাপাদাপি সে।
![থাকে সে কাহালগাঁয় thake se kahakgaye [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আমি ami [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
আরও দেখুনঃ