দিদিমণি
কাব্যগ্রন্থ : আরোগ্য [ ১৯৪১ ]
কবিতার শিরনামঃ দিদিমণি
![দিদিমণি didimoni [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিদিমণি didimoni [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-7-2-e1649150434648.jpg)
দিদিমণি didimoni [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
দিদি’মণি–
অফুরান সান্ত্বনার খনি।
কোনো ক্লান্তি কোনো ক্লেশ
মুখে চিহ্ন দেয় নাই লেশ।
কোনো ভয় কোনো ঘৃণা কোনো কাজে কিছুমাত্র গ্লানি
সেবার মাধুর্যে ছায়া নাহি দেয় আনি।
এ অখণ্ড প্রসন্নতা ঘিরে তারে রয়েছে উজ্জ্বলি,
রচিতেছে শান্তির মণ্ডলী;
ক্ষিপ্র হস্তক্ষেপে
চারি দিকে স্বস্তি দেয় ব্যেপে;
আশ্বাসের বাণী সুমধুর
আবসাদ করি দেয় দূর।
![দিদিমণি didimoni [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 দিদিমণি didimoni [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-4-1.jpg)
এ স্নেহমাধুর্যধারা
অক্ষম রোগীরে ঘিরে আপনার রচিছে কিনারা;
অবিরাম পরশ চিন্তার
বিচিত্র ফসলে যেন উর্বর করিছে দিন তার।
এ মাধুর্য করিতে সার্থক
এতখানি নির্বলের ছিল আবশ্যক।
অবাক হইয়া তারে দেখি,
রোগীর দেহের মাঝে অনন্ত শিশুরে দেখেছে কি।
আরও দেখুনঃ
- দিন পরে যায় দিন স্তব্ধ বসে থাকি din pore jay din stobdo boshe thaki [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- খ্যাতি নিন্দা পার হয়ে khyati ninda par hoye [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- প্রত্যহ প্রভাতকালে ভক্ত এ কুকুর protyoho probhatkale bhokto e kukur [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- ভালোবাসা এসেছিল একদিন bhalobasa esechhilo ekdin [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
- দ্বার খোলা ছিল মনে dar khola chhilo mone [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
![দিদিমণি didimoni [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 দিদিমণি didimoni [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)