দিদি কবিতা । didi kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দিদি কবিতাটি [ didi kobita ] কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চৈতালী কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চৈতালী

কবিতার নামঃ দিদি

দিদি কবিতা । didi kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

দিদি কবিতা । didi kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নদীতীরে মাটি কাটে সাজাইতে পাঁজা

পশ্চিমি মজুর। তাহাদেরি ছোটো মেয়ে

ঘাটে করে আনাগোনা; কত ঘষামাজা

ঘটি বাটি থালা লয়ে, আসে ধেয়ে ধেয়ে

দিবসে শতেক বার; পিত্তলকঙ্কণ

পিতলের থালি-‘পরে বাজে ঠন্‌ ঠন্‌;

 

দিদি কবিতা । didi kobita | চৈতালী কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

বড়ো ব্যস্ত সারাদিন, তারি ছোটো ভাই,

নেড়ামাথা, কাদামাখা, গায়ে বস্ত্র নাই,

পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে

বসি থাকে উচ্চ পাড়ে দি-দির আদেশে

স্থিরধৈর্যভরে। ভরা ঘট লয়ে মাথে,

বাম কক্ষে থালি, যায় বালা ডান হাতে

ধরি শিশুকর–জননীর প্রতিনিধি

কর্মভারে-অবনত অতি ছোটো দি-দি।

আরও দেখুনঃ

যোগাযোগ

মন্তব্য করুন