দীপশিল্পী
কাব্যগ্রন্থের নামঃ পরিশেষ
কবিতার শিরনামঃ দীপশিল্পী
![দীপশিল্পী dipshilpi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর 2 দীপশিল্পী dipshilpi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-6-300x162.jpg)
দীপশিল্পী dipshilpi [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
হে সুন্দরী, হে শিখা মহতী,
তোমার অরূপ জ্যোতি
রূপ লবে আমার জীবনে,
তারি লাগি একমনে
রচিলাম এই দীপখানি,
মূর্তিমতী এই মোর অভ্যর্থনাবাণী।
এসো এসো করো অধিষ্ঠান
মোর দীর্ঘ জীবনের করো গো চরম বরদান।
হয় নাই যোগ্য তব,
কতবার ভাঙিয়াছি আবার গড়েছি অভিনব —
মোর শক্তি আপনারে দিয়েছে ধিক্কার।
সময় নাহি যে আর,
নিদ্রাহারা প্রহর-যে একে একে হয় অপগত,
তাই আজ সমাপিনু ব্রত।
গ্রহণ করো এ মোর চিরজীবনের রচনারে
ক্ষণকাল স্পর্শ করো তারে।
তার পরে রেখে যাব এ জন্মের এক সার্থকতা,
চিরন্তন সুখ মোর, এই মোর চিরন্তন ব্যথা।
আরও দেখুনঃ
শেষ সপ্তক কাব্যগ্রন্থ , ১৯৩৫ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর
শ্যামলী কাব্যগ্রন্থ , ১৯৩৬ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর
ছড়ার ছবি কাব্যগ্রন্থ , ১৯৩৭ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর
আকাশ প্রদীপ কাব্যগ্রন্থ , ১৯৩৯ | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর
সানাই কাব্যগ্রন্থ , ১৯৪০, | কবিতা সূচি | রবীন্দ্রনাথ ঠাকুর