দু-কানে ফুটিয়ে দিয়ে কবিতাটি [ dukane futiye-dile kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া-কাব্যগ্রন্থের অংশ।
দু-কানে ফুটিয়ে দিয়ে
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ দু-কানে ফুটিয়ে-দিয়ে

দু-কানে ফুটিয়ে দিয়ে কবিতা | dukane futiye dile kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
দু-কানে ফুটিয়ে-দিয়ে
কাঁকড়ার দাঁড়া
বর বলে, “কান দুটো
ধীরে ধীরে নাড়া।’
বউ দেখে আয়নায়,
জাপানে কি চায়নায়
হাজার হাজার আছে
মেছনীর পাড়া–
কোথাও ঘটেনি কানে
এত বড়ো ফাঁড়া।

আরও দেখুনঃ