ধীরু কহে-শূন্যেতে মজো রে
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ ধীরু কহে-শূন্যেতে মজো রে
![ধীরু কহে শূন্যেতে মজো রে dhiru kohe shunyete mojo re [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 ধীরু কহে শূন্যেতে মজো রে dhiru kohe shunyete mojo re [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-5-1-300x150.jpg)
Table of Contents
ধীরু কহে শূন্যেতে মজো রে dhiru kohe shunyete mojo re [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
ধীরু কহে-শূন্যেতে মজো রে,
নিরাধার সত্যেরে ভজো রে।
এত বলি যত চায় শূন্যেতে ওড়াটা
কিছুতে কিছু-না-পানে পৌঁছে না ঘোড়াটা,
চাবুক লাগায় তারে সজোরে।
ছুটে মরে সারারাত, ছুটে মরে সারাদিন–
হয়রান হয়ে তবু আমিহীন ঘোড়াহীন
আপনারে নাহি পড়ে নজরে।
![ধীরু কহে শূন্যেতে মজো রে dhiru kohe shunyete mojo re [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 কাঁচা ধানের ক্ষেতে যেমন kacha dhaner khete jemon [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-14-1.jpg)
আরও দেখুনঃ