ননীলাল বাবু যাবে লঙ্কা-কবিতাটি [ nanilal babu jabe-lonka kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
ননীলাল বাবু যাবে লঙ্কা
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ ননীলাল বাবু যাবে লঙ্কা

ননীলাল বাবু যাবে লঙ্কা-কবিতা | nanilal babu-jabe lonka kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
ননীলাল-বাবু যাবে লঙ্কা;
শ্যালা শুনে এল, তার
ডাক-নাম টঙ্কা।
বলে, “হেন উপদেশ তোমারে দিয়েছে সে কে,
আজও আছে রাক্ষস, হঠাৎ চেহারা দেখে
রামের সেবক ব’লে করে যদি শঙ্কা।
আকৃতি প্রকৃতি তব হতে পারে জম্কালো,
দিদি যা বলুন, মুখ নয় কভু কম কালো —
খামকা তাদের ভয় লাগিবে আচমকা।
হয়তো বাজাবে রণডঙ্কা।’

আরও দেখুনঃ
- স্ত্রীর বোন চায়ে তার strir bon chaye tar [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ব্রিজটার প্ল্যান দিল bridge tar plan dilo [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- হাস্যদমনকারী গুরু hasyodomonkari guru [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- সর্দিকে সোজাসুজি sordike sojasuji [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- রান্নার সব ঠিক rannar sob thik [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- বহু কোটি যুগ পরে bohu koti juger pore [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর