নবীন অতিথি
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : শিশু [ ১৯০৩ ]
কবিতার শিরনামঃ নবীন-অতিথি
![নবীন অতিথি nabin otithi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 নবীন অতিথি nabin otithi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18-2.jpg)
Table of Contents
নবীন অতিথি nabin otithi [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
গান
হে নবীন-অতিথি,
তুমি নূতন কি তুমি চিরন্তন।
যুগে যুগে কোথা তুমি ছিলে সংগোপন।
যতনে কত কী আনি বেঁধেছিনু গৃহখানি,
হেথা কে তোমারে বলো করেছিল নিমন্ত্রণ।
কত আশা ভালোবাসা গভীর হৃদয়তলে
ঢেকে রেখেছিনু বুকে, কত হাসি অশ্রুজলে!
একটি না কহি বাণী তুমি এলে মহারানী,
কেমনে গোপনে মনে করিলে হে পদার্পণ।
![নবীন অতিথি nabin otithi [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 রূপ-নারানের কূলে rupnaraner kule [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
আরও দেখুনঃ