নষ্ট স্বপ্ন noshto swopno [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : ক্ষণিকা [ ১৯০০ ]
কবিতার শিরোনামঃ নষ্ট স্বপ্ন
![নষ্ট স্বপ্ন noshto swopno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 2 নষ্ট স্বপ্ন noshto swopno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-64-217x300.jpg)
নষ্ট স্বপ্ন noshto swopno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
কালকে রাতে মেঘের গরজনে
রিমিঝিমি-বাদল-বরিষনে
ভাবিতেছিলাম একা একা–
স্বপ্ন যদি যায় রে দেখা
আসে যেন তাহার মূর্তি ধ’রে
বাদলা রাতে আধেক ঘুমঘোরে।
মাঠে মাঠে বাতাস ফিরে মাতি,
বৃথা স্বপ্নে কাটল সারা রাতি।
হায় রে, সত্য কঠিন ভারী,
ইচ্ছামত গড়তে নারি–
স্বপ্ন সেও চলে আপন মতে,
আমি চলি আমার শূন্য পথে।
![নষ্ট স্বপ্ন noshto swopno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর 4 নষ্ট স্বপ্ন noshto swopno [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-62-191x300.jpg)
কালকে ছিল এমন ঘন রাত,
আকুল ধারে এমন বারিপাত,
মিথ্যা যদি মধুর রূপে
আসত কাছে চুপে চুপে
তাহা হলে কাহার হত ক্ষতি
স্বপ্ন যদি ধরত সে মূরতি?
চিরনবীনতা chironobinota [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর