নাই বা ডাক nai ba dako [ কবি-তা ] –
রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : গীতালি [ ১৯১৪ ]
কবি-তার শিরোনামঃ না-ই বা ডাক
![নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-13-e1649316224417.jpg)
নাই বা ডাক nai ba dako [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
না-ই বা ডাক, রইব তোমার দ্বারে;
মুখ ফিরালে ফিরব না এইবারে।
![নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-14-274x300.jpg)
বসব তোমার পথের ধুলার ‘পরে
এড়িয়ে আমায় চলবে কেমন করে?
তোমার তরে যে জন গাঁথে মালা
গানের কুসুম জুগিয়ে দেব তারে।
![নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-15-235x300.jpg)
রইব তোমার ফসল-খেতের কাছে
যেথায় তোমার পায়ের চিহ্ন আছে।
জেগে রব গভীর উপবাসে
অন্ন তোমার আপনি যেথায় আসে।
যেথায় তুমি লুকিয়ে প্রদীপ জ্বাল
বসে রব সেথায় অন্ধকারে।
![নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 5 নাই বা ডাক nai ba dako [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2021/12/Rabindranath-Tagore-16-234x300.jpg)
আরও পড়ুনঃ
খেলা khela [ কবি-তা ]- রবীন্দ্রনাথ ঠাকুর
সভ্যতার প্রতি sobhyotar praapti [ কবি-তা ] রবীন্দ্রনাথ ঠাকুর