না-না গান গেয়ে ফিরি না-না লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : উৎসর্গ [ ১৯১৪]
কবিতার শিরোনামঃ নানা গান গেয়ে ফিরি না-না লোকালয়
![নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-18.jpg)
নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
না-না গান গেয়ে ফিরি না-না লোকালয়;
হেরি সে মত্ততা মোর বৃদ্ধ আসি কয়,
![নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-17.jpg)
“তাঁর ভৃত্য হয়ে তোর এ কী চপলতা।
কেন হাস্য-পরিহাস, প্রণয়ের কথা,
কেন ঘরে ঘরে ফিরি তুচ্ছ গীতরসে
ভুলাস এ সংসারের সহস্র অলসে।’
দিয়েছি উত্তর তাঁরে, “ওগো পক্ককেশ,
আমার বীণায় বাজে তাঁহারি আদেশ।
![নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 4 নানা গান গেয়ে ফিরি নানা লোকালয় nana gan geye phiri nana lokaloy [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
যে আনন্দে যে অনন্ত চিত্তবেদনায়
ধ্বনিত মানবপ্রাণ, আমার বীণায়
দিয়েছেন তারি সুর– সে তাঁহারি দান।
সাধ্য নাই নষ্ট করি সে বিচিত্র গান।
তব আজ্ঞা রক্ষা করি নাই সে ক্ষমতা,
সাধ্য নাই তাঁর আজ্ঞা করিতে অন্যথা।’
টিকা tika [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর