নাম-তার চিনুলাল
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : খাপছাড়া [ ১৯৩৭ ]
কবিতার শিরনামঃ নাম-তার চিনুলাল
![নাম তার চিনুলাল nam tar chinulal [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 নাম তার চিনুলাল nam tar chinulal [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-3-1.jpg)
Table of Contents
নাম তার চিনুলাল nam tar chinulal [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
নাম-তার চিনুলাল
হরিরাম মোতিভয়,
কিছুতে ঠকায় কেউ
এই তার অতি ভয়।
সাতানব্বই থেকে
তেরোদিন ব’কে ব’কে
বারোতে নামিয়ে এনে
তবু ভাবে, গেল ঠকে।
মনে মনে আঁক কষে,
পদে পদে ক্ষতি-ভয়।
কষ্টে কেরানি তার
টিঁকে আছে কতিপয়।
![নাম তার চিনুলাল nam tar chinulal [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 আবার শ্রাবণ হয়ে এলে ফিরে abar shraban haye ele phire [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-16.jpg)
আরও দেখুনঃ