নাম তার ভেলুরাম কবিতাটি [ nam tar-bheluram kobita ] কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর খাপছাড়া কাব্যগ্রন্থের অংশ।
নাম তার ভেলুরাম
কাব্যগ্রন্থের নামঃ খাপছাড়া
কবিতার নামঃ নাম তার-ভেলুরাম

নাম তার ভেলুরাম কবিতা | nam tar-bheluram kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
নাম তার-ভেলুরাম ধুনিচাঁদ শিরত্থ,
ফাটা এক তম্বুরা কিনেছে সে নিরর্থ।
সুরবোধ-সাধনায়
ধুরপদে বাধা নাই,
পাড়ার লোকেরা তাই হারিয়েছে ধীরত্ব–
অতি-ভালোমানুষেরও বুকে জাগে বীরত্ব॥

আরও দেখুনঃ
- রাজা বসেছেন ধ্যানে raja bosechhen dhyane [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- কালুর খাবার শখ kalur khabar shokh [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- মন উড়ুউড়ু চোখ ঢুলুঢুলু mon uduudu chokh dhuludhulu [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ভয় নেই আমি আজ bhoy nei ami aj [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘাসে আছে ভিটামিন ghase achhe vitamin [ কবিতা ] -রবীন্দ্রনাথ ঠাকুর