নিষ্ফল প্রয়াস
-রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : মানসী
কবিতার শিরনামঃ নিষ্ফল-প্রয়াস
![নিষ্ফল প্রয়াস nishphal proyas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 2 নিষ্ফল প্রয়াস nishphal proyas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-20-300x166.jpg)
নিষ্ফল প্রয়াস nishphal proyas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর
ওই যে সৌন্দর্য লাগি পাগল ভুবন,
ফুটন্ত অধরপ্রান্তে হাসির বিলাস,
গভীরতিমিরমগ্ন আঁখির কিরণ,
লাবণ্যতরঙ্গভঙ্গ গতির উচ্ছ্বাস,
যৌবনললিতলতা বাহুর বন্ধন,
এরা তো তোমারে ঘিরে আছে অনুক্ষণ–
তুমি কি পেয়েছ নিজ সৌন্দর্য-আভাস?
![নিষ্ফল প্রয়াস nishphal proyas [ কবিতা ] রবীন্দ্রনাথ ঠাকুর 3 বনফুল banaphul : অষ্টম সর্গ [ কবিতা ]- রবীন্দ্রনাথ ঠাকুর](https://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-5-1.jpg)
মধুরাতে ফুলপাতে করিয়া শয়ন
বুঝিতে পার কি নিজ মধু-আলিঙ্গন?
আপনার প্রস্ফুটিত তনুর উল্লাস
আপনারে করেছে কি মোহ-নিমগন?
তবে মোরা কী লাগিয়া করি হা-হুতাশ।
দেখো শুধু ছায়াখানি মেলিয়া নয়ন;
রূপ নাহি ধরা দেয়– বৃথা সে প্রয়াস।
আরও দেখুনঃ