নীরব তন্ত্রী কবিতা । nirob tontri kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

নীরব তন্ত্রী কবিতা [ nirob tontri kobita ] টি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর চিত্রা-কাব্যগ্রন্থের অংশ।

কাব্যগ্রন্থের নামঃ চিত্রা

কবিতার নামঃ নীরব-তন্ত্রী

নীরব তন্ত্রী কবিতা । nirob tontri kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

নীরব তন্ত্রী কবিতা । nirob tontri kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

“তোমার বীণায় সব তার বাজে,

  ওহে বীণকার,

তারি মাঝে কেন নীরব কেবল

  একখানি তার।’

ভবনদীতীরে হৃদিমন্দিরে

  দেবতা বিরাজে,

পূজা সমাপিয়া এসেছি ফিরিয়া

  আপনার কাজে।

বিদায়ের ক্ষণে শুধাল পূজারি,

  “দেবীরে কী দিলে?

তব জনমের শ্রেষ্ঠ কী ধন

  ছিল এ নিখিলে?’

 

নীরব তন্ত্রী কবিতা । nirob tontri kobita | চিত্রা কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

কহিলাম আমি, সঁপিয়া এসেছি

  পূজা-উপহার

আমার বীণায় ছিল যে একটি

  সুবর্ণ-তার,

যে তারে আমার হৃদয়বনের

  যত মধুকর

ক্ষণেকে ক্ষণেকে ধ্বনিয়া তুলিত

  গুঞ্জনস্বর,

যে তারে আমার কোকিল গাহিত

  বসন্তগান

সেইখানি আমি দেবতাচরণে

  করিয়াছি দান।

তাই এ বীণায় বাজে না কেবল

  একখানি তার–

আছে তাহা শুধু মৌন মহৎ

  পূজা-উপহার।

আরও দেখুনঃ

যোগাযোগ

আধখানা বেল কবিতা | adhkhana bel kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

দাঁয়েদের গিন্নিটি কবিতা | dayeder ginniti kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

ইস্কুল এড়ায়নে কবিতা | iskul erayne kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

বেদনায় সারা মন কবিতা | bedonay sara mon kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

জমল সতেরো টাকা কবিতা | jomlo sotero taka kobita | খাপছাড়া কাব্যগ্রন্থ | রবীন্দ্রনাথ ঠাকুর

মন্তব্য করুন