নৈবেদ্য noibedyo [ কবিতা ]
– রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ : মহুয়া [ ১৯২৯ ]
কবিতার শিরোনামঃ নৈ-বেদ্য
![নৈবেদ্য, Noibedyo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 2 নৈবেদ্য noibedyo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/download-55-5.jpeg)
নৈবেদ্য noibedyo [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
![নৈবেদ্য, Noibedyo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর 3 নৈবেদ্য noibedyo [ কবিতা ] - রবীন্দ্রনাথ ঠাকুর](http://amarrabindranath.com/wp-content/uploads/2022/04/images-2-1.jpg)
তোমারে দিই নি সুখ, মুক্তির নৈ-বেদ্য গেনু রাখি
রজনীর শুভ্র অবসানে; কিছু আর নাহি বাকি,
নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্যরাশি,
নাই অভিমান, নাই দীনকান্না, নাই গর্বহাসি,
নাই পিছে ফিরে দেখা। শুধু সে মুক্তির ডালিখানি
ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি।
বৃক্ষরোপণ উৎসব brikkhoropon utsob [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
রাখিপূর্ণিমা rakhipurnima [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর
কোপাই kopai [ কবিতা ] – রবীন্দ্রনাথ ঠাকুর